Accessibility Tools

বইয়ের নাম - লেখক
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর
0/156
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর

গায়ে আমার পুলক লাগে,
চোখে ঘনায় ঘোর,
হৃদয়ে মোর কে বেঁধেছে
রাঙা রাখীর ডোর।
আজিকে এই আকাশতলে
জলে স্থলে ফুলে ফলে
কেমন করে মনোহরণ
ছড়ালে মন মোর।

কেমন খেলা হল আমার
আজি তোমার সনে।
পেয়েছি কি খুঁজে বেড়াই
ভেবে না পাই মনে।
আনন্দ আজ কিসের ছলে
কাঁদিতে চায় নয়নজলে,
বিরহ আজ মধুর হয়ে
করেছে প্রাণ ভোর।

শিলাইদহ, ২৫ আশ্বিন, ১৩১৬