Accessibility Tools

বইয়ের নাম - লেখক
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর
0/156
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর

যা হারিয়ে যায় তা আগলে বসে
রইব কত আর।
আর পারি নে রাত জাগতে হে নাথ,
ভাবতে অনিবার।
আছি রাত্রিদিবস ধরে
দুয়ার আমার বন্ধ করে,
আসতে যে চায় সন্দেহে তায়
তাড়াই বারে বারে।

তাই তো কারো হয় না আসা
আমার একা ঘরে।
আনন্দময় ভুবন তোমার
বাইরে খেলা করে।
তুমিও বুঝি পথ নাহি পাও,
এসে এসে ফিরিয়া যাও,
রাখতে যা চাই রয় না তাও
ধুলায় একাকার।

কলিকাতা, ১ আশ্বিন, ১৩১৬