Readbengalibook.com ওয়েবসাইট ব্যবহারের পূর্বে তার Privacy Policy সম্পর্কে আপনাদের বিস্তারিত জানা অবশ্যই প্রয়োজন। এই ব্লগে কি ধরনের লেখা পোস্ট করা হয় এবং এর থেকে আপনারা কি সুবিধা পাবেন, Privacy Policy এই বিষয়ে আপনাদের পুরোপুরি বোঝাতে আশা করছি সক্ষম হবে। যদি আপনারা Readbengalibook.com ওয়েবসাইট ব্যবহার অথবা এখানে সক্রিয় থাকতে চান, তবে তার Privacy Policy আপনাদের অবশ্যই মেনে চলতে হবে। যদি কেউ এই নীতির অপব্যবহার করেন তবে তাকে, বহিষ্কার অথবা ব্লক করার পূর্ণ স্বাধীনতা Readbengalibook.com এর রয়েছে।
এই ব্লগে আমরা কি ধরনের কন্টেন্ট প্রকাশ করি
Readbengalibook.com একটি গল্প বিষয়ক ওয়েবসাইট। এখানে খ্যাতিমান ব্যক্তিদের গল্প প্রকাশ করা হয়। উল্লেখ্য বিদ্যাকল্প সাইটে প্রকাশিত সকল লেখার সম্পুর্ণ ক্রেডিট উক্ত লেখার শিরোনামে উল্লেখিত লেখকদের দ্বারা সংরক্ষিত। যদি কোনো লেখক বিদ্যাকল্পে তার লেখা প্রকাশে অসম্মতি জানায় তবে তার সকল রচনা আমাদের সাইট থেকে মুছে ফেলা হবে।
কন্টেন্ট শেয়ার প্রসঙ্গে
এই ব্লগের প্রতিটি লেখা আপনি পছন্দ মত বাছাই করে আপনার প্রিয়জনদের শেয়ার করতে পারেন। বিদ্যাকল্পে প্রকাশিত কোনো লেখার লিংক শেয়ার করে উক্ত লেখার প্রচার বা প্রসারনের জন্য সকল ব্যাবহারকারীকে অনুমতি দেওয়া হল।
সতর্কবার্তা
আমরা, আপনাদের লেখা শেয়ার করতে পূর্বেই অনুমতি প্রদান করেছি কিন্তু নোট করুন এই ব্লগে র কোনো লেখা বিকৃত যেমন- লেখার সঙ্গে রাজনৈতিক উষ্কানি মূলক বক্তব্য বা অপরাধ মূলক বিষয় জুড়ে দিয়ে শেয়ার করা থেকে বিরত থাকুন। কারন আমরা কোনো প্রকার অপরাধ মূলক পোস্ট বা কন্টেন্ট এ স্বীকৃতি প্রদান করি না।
মন্তব্য প্রসঙ্গে
আপনি যেকোনো লেখায় আপনার পছন্দ মত মন্তব্য করতে পারবেন এবং উক্ত লেখার বিষয় সম্পর্কে আলোচনা প্রকাশ করতে পারবেন। আপনার মূল্যবান মতামত প্রকাশকে আমরা স্বীকৃতি প্রদান করি। তবে সর্বদা অশালীন মন্তব্য প্রকাশ থেকে বিরত থাকুন। নতুবা আপনার মন্তব্য রিমুভ বা স্পার্ম করা হবে।
থার্ডপার্টি লিংক
Readbengalibook.com এর অনুমতি ব্যতীত আপনি অন্য কোনো ওয়েবসাইটের লিংক এখানে শেয়ার করতে পারবেন না। একান্ত প্রয়োজনীয় বিষয়ে আলোকপাত করার জন্য থার্ডপার্টি লিংক ব্যবহার করা যেতে পারে।
অ্যানালিটিক্স ডেটা সংরক্ষণ প্রসঙ্গে
Readbengalibook.com তার ব্যবহারকারীদের থার্ডপার্টি যেকোনো বিশ্বাস যোগ্য কোম্পানির মাধ্যমে অ্যানালিটিক্স ডেটা সংরক্ষণ করার পূর্ণ স্বাধীনতা রাখে (সাধারণত আমরা গুগল অ্যানালিটিক্স ব্যাবহার করে থাকি)। ওয়েবসাইটের প্রতিটি পোস্ট, কমেন্টে ইনভেলিড অ্যক্টিভিটি থেকে ব্যবহারকারীদের বিরত থাকার জন্য সতর্ক করা হচ্ছে নতুবা আপনাকে যে কোনো মুহূর্তে ব্লক করা হবে এবং যথাপোযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গোপনীয়তা নীতি পরিবর্তন
Readbengalibook.com ওয়েবসাইটের Privacy Policy যে কোনো সময়ে পরিবর্তন হতে পারে। যখন নতুন Policy যোগ করা হবে তখন ওয়েবসাইটে পোস্টের মাধ্যমে ব্যবহারকারী সদস্যদের জানিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে গোপনীয়তা নীতি পরিবর্তনের নোটিশ না দেওয়া হয় তবে ওয়েবসাইটের নীচে দেওয়া ‘Privacy Policy‘ অংশে এসে দেখে নিতে হবে।
শর্তাবলী
Readbengalibook.com আশা রাখে আপনারা এই সকল নীতি ও শর্তাবলী মেনে Readbengalibook.com ওয়েবসাইট ব্যবহার করবেন।
সর্বসত্ত্ব সংরক্ষিত
Readbengalibook.com অধিকার রাখে তার ব্লগে প্রকাশিত লেখা ও মন্তব্য এবং অ্যানালিটিক্স ডেটা সংরক্ষণ করার এবং প্রয়োজনে তা ব্লক, রিমুভ ও স্পার্ম করার।
যোগাযোগ
যদি আপনাদের এই গোপনীয়তা নীতি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তবে যোগাযোগ করুন Contact Form.