Accessibility Tools

বইয়ের নাম - লেখক
নজরুল-গীতিকা
নজরুল-গীতিকা
0/36
নজরুল-গীতিকা

আসল যখন ফুলের ফাগুন

দীওয়ান-ই-হাফিজ গীতি
দুর্গা-মান্দ – কাওয়ালি

আসল যখন ফুলের ফাগুন, গুল-বাগে ফুল চায় বিদায়।
এমন দিনে বন্ধু কেন বন্ধুজনে ছেড়ে যায়॥
মালঞ্চে আজ ভোর না হতে বিরহী বুলবুল কাঁদে,
না ফুটিতে দলগুলি তার ঝরল গোলাব হিম-হাওয়ায়॥
পুরানো গুল-বাগ এ ধরা, মানুষ তাহে তাজা ফুল,
ছিঁড়ে নিঠুর ফুল-মালী আয়ুর শাখা হতে তায়।
এই ধূলিতে হয় ধূলি সোনার অঙ্গ বে-শুমার,
বাদশা অনেক নূতন বধূ ঝরল জীবন ভোরবেলায়॥
এ দুনিয়ার রাঙা কুসুম-সাঁজ না হতেই যায় ঝরে,
হাজার আপশোশ, নূতন দেহের দেউল
ছেড়ে প্রাণ পালায়॥
সামলে চরণ ফেলো পথিক, পায়ের নীচে মরা ফুল
আছে মিশে এই সে ধরার গোরস্থানে এই ধুলায়॥
হল সময় – লোভের ক্ষুধা মোহন মায়া ছাড় হাফিজ,
বিদায় নে তোর ঘরের কাছে দূরের বঁধু ডাকছে আয়॥