Accessibility Tools

ঈদজ্জোহা – কাজী নজরুল ইসলাম

আমি হজে যেতে পাইনি বলে কেঁদেছিলাম রাতে

আমি হজে যেতে পাইনি বলে কেঁদেছিলাম রাতে।
তাই হজরত এসে স্বপ্নে মাগো ধরেছিলেন হাতে॥
যেদিন বাবা গেলেন কাবার হজে, বলেছিলেন কাঁদি –
ধরে নবির কবর, বলো, কি দোষ করেছে এ বাঁদি
মোর মদিনা-মোহন হঠাৎ শুনলেন কী সেই মুনাজাত
তাই খাবে এসে বলেছিলেন, ‘যাবে কি মোর সাথ!’
যেন জয়তুন গাছের ডাল ধরে মা বললেন আঁখিজলে–
‘দেখবে কাবা আমায় পাবে, (এই)কল্পতরুতলে।’
মা হঠাৎ এল শুভ্রজ্যোতি, আঁধার হল আলা,
যেন নীল সাগরের ঢেউয়ে দোলে লাখো মোতির মালা।
মোর সকল জ্বালা জুড়িয়ে গেল সেই কাবা আরফাতে॥