Accessibility Tools

বইয়ের নাম - লেখক
চিত্তনামা – কাজী নজরুল ইসলাম
চিত্তনামা – কাজী নজরুল ইসলাম
0/6
চিত্তনামা – কাজী নজরুল ইসলাম

অর্ঘ্য

অর্ঘ্য

হায় চির-ভোলা! হিমালয় হতে
            অমৃত আনিতে গিয়া
ফিরিয়া এলে যে নীলকণ্ঠের
            মৃত্যু-গরল পিয়া!
কেন এত ভালো বেসেছিলে তুমি
            এই ধরণির ধূলি?
দেবতারা তাই দামামা বাজায়ে
            স্বর্গে লইল তুলি!

হুগলি
৩রা আষাঢ়, ১৩৩২