বানরগাতি
বেনেখামার গ্রামের পশ্চিম পাশে বানরগাতি গ্রাম। বানরগাতীর প্রকৃত নাম বেনেরগাতী বা বেনেগাতী। অপভ্রংশে বানরগাতী হয়েছে। বেনেদের গাতি মধ্যে নমঃশূদ্র সম্প্রদায় এসে বসবাস করায় গাতির পরিচয় বসতির পরিচয়ে হয়েছে বলে মনে হয়। খুলনায় বেনে সম্পর্কযুক্ত বেশ কয়েকটা গ্রাম বেনেখালী-বেনে পোতা ইত্যাদি পাওয়া যায়। বানরগাতী নমঃশূদ্র সম্প্রদায়ের বসতিপূর্ণ প্রাচীন গ্রাম। গ্রামের পশ্চিম দিকে বিলের পাশে কয়েক ঘর মুচির বাস। জেলা শহর প্রতিষ্ঠার পর মিজাপুর মাঠের অনেক মুক্তি রাস্তার পাশে জমি বিক্রী করে এখানে উঠে এসে বসতি করে এবং তখন থেকে বানরগাতীর এ অংশের নাম হয় মুচিপাড়া। নমঃশূদ্র প্রধান বাগমারা গ্রামের তুলনামূলকভাবে বানরগাতীর বিস্তৃতি বেশী। বানরগাতী গ্রামের প্রাচীনত্ব অনুমান করা যায় গ্রামের পুজোখোলা বা গাছতলার কয়েকশ বছর বয়সের বটগাছের অবস্থানে। মূল গাছের ঝুরি থেকে বিস্তার লাভ করে অনেকখানিক জায়গা ছায়াছন্ন করে রেখেছে। এই বটগাছের গোড়ায় পাকা কোন মন্দির ছিল বলে অনুমিত হয়। বটগাছের দক্ষিণ পাশের জলাশয়টিও প্রাচীন ও সমসাময়িক।
