Accessibility Tools

উড়ালকাব্য – আল মাহমুদ

স্টিল লাইফ

স্টিল লাইফ

আমার সংসার ছিল গেরুবাজ কপোতের বাসা
যখন আঁচল টেনে অকস্মাৎ সেঁধুলে হেঁশেলে,
যেন এক চতুর্দশী কৈশোরের স্বপ্ন ঠেলে ফেলে
অনভ্যস্ত শাড়ি পরে, বুকভরা কল্পনার ভাষা

এসেছে কবির ঘরে। ভেঙেচুরে ছন্দের নিয়ম।
কিংবা নিজেই যেন অন্যতর মিলের নিগম
নরম বুকের নিচে উথলায় আশা ও নিরাশা
একদিকে বিজুলীর ছটা।
অন্যদিকে মৃত্যুর রিদম।

৪-১২-২০০১