ইয়ারিং ছিল তার দু কানেই।
গেল যবে স্যাকরার দোকানেই
মনে প’ল, গয়না তো চাওয়া যায়,
আরেকটা কান কোথা পাওয়া যায়–
সে কথাটা নোটবুকে টোকা নেই!
মাসি বলে, “তোর মত বোকা নেই।
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
0/129