Accessibility Tools

বইয়ের নাম - লেখক
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
0/129
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

কনের পণের আশে
চাকরি সে ত্যেজেছে।
বারবার আয়নাতে
মুখখানি মেজেছে।
হেনকালে বিনা কোনো কসুরে
যম এসে ঘা দিয়েছে শ্বশুরে,
কনেও বাঁকালো মুখ–
বুকে তাই বেজেছে।
বরবেশ ছেড়ে হীরু
দরবেশ সেজেছে।