Accessibility Tools

বইয়ের নাম - লেখক
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
0/129
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

কাঁধে মই, বলে “কই ভূঁইচাপা গাছ’,
দইভাঁড়ে ছিপ ছাড়ে, খোঁজে কইমাছ,
ঘুঁটেছাই মেখে লাউ রাঁধে ঝাউপাতা–
কী খেতাব দেব তায় ঘুরে যায় মাথা।