Accessibility Tools

বইয়ের নাম - লেখক
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
0/129
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

নামজাদা দানুবাবু
রীতিমতো খর্‌চে,
অথচ ভিটেয় তার
ঘুঘু সদা চরছে।
দানধর্মের ‘পরে
মন তার নিবিষ্ট,
রোজগার করিবার
বেলা জপে “শ্রীবিষ্ণু’,
চাঁদার খাতাটা তাই
দ্বারে দ্বারে ধরছে।
এই ভাবে পুণ্যের
খাতা তার ভরছে।