Accessibility Tools

বইয়ের নাম - লেখক
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর
0/129
খাপছাড়া – রবীন্দ্রনাথ ঠাকুর

মন উড়ুউড়ু, চোখ ঢুলুঢুলু,
ম্লান মুখখানি কাঁদুনিক–
আলুথালু ভাষা, ভাব এলোমেলো,
ছন্দটা নির্‌বাঁধুনিক।
পাঠকেরা বলে, “এ তো নয় সোজা,
বুঝি কি বুঝিনে যায় না সে বোঝা।’
কবি বলে, “তার কারণ, আমার
কবিতার ছাঁদ আধুনিক।’