Accessibility Tools

বইয়ের নাম - লেখক
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর
0/156
গীতাঞ্জলি – রবীন্দ্রনাথ ঠাকুর

শেষের মধ্যে অশেষ আছে,
এই কথাটি  মনে
আজকে আমার গানের শেষে
জাগছে ক্ষণে ক্ষণে।
সুর গিয়েছে থেমে তবু
থামতে যেন চায় না কভু,
নীরবতায় বাজছে বীণা
বিনা প্রয়োজনে।

তারে যখন আঘাত লাগে,
বাজে যখন সুরে–
সবার চেয়ে বড়ো যে গান
সে রয় বহুদূরে।
সকল আলাপ গেলে থেমে
শান্ত বীণায় আসে নেমে,
সন্ধ্যা যেমন দিনের শেষে
বাজে গভীর স্বনে।

কলিকাতা, ২৬ শ্রাবণ, ১৩১৭