Accessibility Tools

বইয়ের নাম - লেখক
ছায়ানট – কাজী নজরুল ইসলাম
ছায়ানট – কাজী নজরুল ইসলাম
0/49
ছায়ানট – কাজী নজরুল ইসলাম

সন্ধ্যাতারা

ঘোম্‌টা-পরা কাদের ঘরের বৌ তুমি ভাই সন্ধ্যাতারা?
তোমার চোখে দৃষ্টি জাগে হারানো কোন্‌ মুখের পারা।।

 সাঁঝের প্রদীপ আঁচল ঝেঁপে
 বঁধুর পথে চাইতে বেঁকে
 চাউনিটি কার উঠছে কেঁপে
  রোজ সাঁঝে ভাই এমনি ধারা।।

কারা হারানো বধূ তুমি অস-পথে মৌন মুখে
ঘনাও সাঁঝে ঘরের মায়া গৃহহীনের শূন্য বুকে।

 এই যে নিতুই আসা-যাওয়া,
 এমন কর”ণ মলিন চাওয়া,
 কার তরে হায় আকাশ-বধু
  তুমিও কি আজ প্রিয়-হারা।।