Accessibility Tools

বইয়ের নাম - লেখক
নজরুল-গীতিকা
নজরুল-গীতিকা
0/36
নজরুল-গীতিকা

চল-চল-চল ঊর্ধ্ব-গগনে বাজে মাদল নিম্নে উতলা ধরণি-তল

মার্চের সুর

কোরাস :
চল-চল-চল!
ঊর্ধ্ব-গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণি-তল,
অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল।
চল-চল-চল!

উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত,
আমরা টুটাব তিমির রাত, বাধার বিন্ধ্যাচল।
নব নবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান,
আমরা দানিব নতুন প্রাণ, বাহুতে নবীন বল।
চল রে নৌ-জোয়ান, শোন রে পাতিয়া কান –
মৃত্যু-তোরণ-দুয়ারে-দুয়ারে জীবনের আহ্বান।
ভাঙরে ভাঙ আগল, চল রে চল রে চল।
চল-চল-চল॥

ঊর্ধ্বে আদেশ হানিছে বাজ –
শহিদি-ইদের সেনারা সাজ,
দিকে দিকে চলে কুচকাওয়াজ
খোল রে নিদ-মহল!
কবে সে খোয়ালি বাদশাহি
সেই সে অতীতে আজো চাহি
যাস মুসাফির গান গাহি
ফেলিস অশ্রুজল।
যাক রে তখ্‌ত-তাউস
জাগরে জাগ বেহুঁশ!
ডুবিল রে দেখ কত পারস্য
কত রোম গ্রিক রুশ,
জাগিল তারা সকল,
জেগে ওঠ হীনবল!
আমরা গড়িব নূতন করিয়া
ধুলায় তাজমহল!
চল-চল-চল॥