Accessibility Tools

বইয়ের নাম - লেখক
নজরুল-গীতিকা
নজরুল-গীতিকা
0/36
নজরুল-গীতিকা

নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া

হিন্দোল – কাওয়ালি

নাচে মাড়োবার-লালা, নাচে তাকিয়া।
(নাচে) ভোঁদড় হিন্দোলে ঝোপে থাকিয়া॥

পায়জামা পরে যেন নাচে গণ্ডার,
নাচে সাড়ে পাঁচমনি ভুঁড়ি পাণ্ডার,
গঙ্গার ঢেউ নাচে বয়া ঝাঁকিয়া॥

গামা নাচে, ধামা নাচে, মুটকি নাচে,
জামা পরি ভল্লুক নাচিছে গাছে।
ঝগড়াটে বামা নাচে থিয়া তাথিয়া॥

‘ছোটো মিয়াঁ’ ‘বড়ো মিয়াঁ’ ডাকি কোলা ব্যাং
থাপুস থুপুস নাচে, নড়বড় ঠ্যাং!
(নাচে) গুজরাতি হস্তিনী কাদা মাখিয়া॥