Accessibility Tools

বইয়ের নাম - লেখক
নজরুল-গীতিকা
নজরুল-গীতিকা
0/36
নজরুল-গীতিকা

পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা

সিন্ধু-কাফি – কাহারবা

পথে পথে ফেরো সাথে মোর বাঁশরিওয়ালা।
নওলকিশোর বাঁশরিওয়ালা॥
তোমার নুপূর আমার চরণে
আপনি সাধিয়া পরালে কালা॥
নিভাইয়া মোর ভবন-প্রদীপ
দেখালে নিখিল ভুবনে আলা॥
কুল লাজ মান সকল হরি
হরি করিলে মোরে ব্রজের বালা॥