Accessibility Tools

বইয়ের নাম - লেখক
নজরুল-গীতিকা
নজরুল-গীতিকা
0/36
নজরুল-গীতিকা

বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো

পিলু-খাম্বাজ – কাহারবা

বেসুর বীণায় ব্যথায় সুরে বাঁধব গো
পাষাণ-বুকে নিঝর হয়ে কাঁদব গো॥
কুলের কাঁটায় স্বর্ণলতার দুলব হার,
ফণীর ডেরায় কেয়ার কানন ফাঁদব গো।
ব্যাধের হাতে শুনব সাধের বংশী-সুর,
আসলে মরণ চরণ ধরে সাধব গো॥