Accessibility Tools

বোধোদয় – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

অর্থ এবং বানানে ভিন্নতা থাকা সত্ত্বেও কোনো কোনো শব্দের উচ্চারণ প্রায় একই রকম। এ ধরনের শব্দকে সমোচ্চারিত শব্দ বা প্রায় সমোচ্চারিত শব্দ বলে। যেমন- ‘অন্ন’ এবং ‘অন্য’ শব্দদুটির উচ্চারণ প্রায় একই রকম হলেও এদের বানান এবং অর্থে পার্থক্য আছে। ‘অন্য’ শব্দের অর্থ অপর এবং ‘অন্ন’ শব্দের অর্থ ভাত।

কিছু উদাহরণ-

শর তীর/তৃণবিশেষ ধুম প্রাচুর্য, জাঁকজমক
ষড় ছয় (৬) ধূম ধোঁয়া
সর দুধের মালাই সুত পুত্র
স্বর শব্দ, সুর সূত সারথি, জাত
আবরণ আচ্ছাদন শিকার মৃগয়া
আভরণ গহনা, অলংকার, ভূষণ স্বীকার মেনে নেওয়া, বরণ
অন্ন ভাত পড়-পড় পড়ন্ত
অন্য অপর পর পর একের পর এক
আসা আগমন বাণী কথা, উক্তি
আশা প্রত্যাশা, ভরসা বানি গয়না তৈরির মজুরি
বেশি অনেক নিচ নিম্ন স্থান, বাড়ির নিম্নতল
বেশী বেশধারী (ছদ্মবেশী) নীচ হীন, নিকৃষ্ট
শব মৃতদেহ সকল সব, সমস্ত
সব সমস্ত শকল মাছের আঁশ
কাঁচা অপক্ব কাঁটা কণ্টক
কাচা ধৈৗত করা কাটা কর্তন
গাঁথা গেঁথে দেয়া গাঁ গ্রাম
গাথা কাহিনী, কাহিনীকাব্য গা শরীর
ঘাঁটি   দাঁড়ি পূর্ণচ্ছেদ
ঘাটি   দাড়ি মাঝি
বাঁক নদী বা পথের বাঁক বাঁধা বন্ধন
বাক কথা বাধা প্রতিহত করা, রোধ করা
কাঁদা ক্রন্দন গোঁড়া অন্ধ বা উগ্রভাবে সমর্থনকারী
কাদা কর্দম গোড়া নিচের অংশ
বাঁ বাম রোধ প্রতিরোধ, বাধা দেয়া
বা অথবা, কিংবা রোদ রৌদ্র
বরশা   কূল তীর, উপকূল
বরষা বর্ষা, বৃষ্টি কুল বরই/জাত
ক্ষুরধার প্রচণ্ড ধারালো    
ক্ষুরধারা ক্ষুরের মত ধারালো যে প্রবাহ বা স্রোত    
সাড়া শব্দ বা ডাকের জবাব, প্রতিক্রিয়া শোনা শ্রবণ
সারা সমগ্র, শেষ, আকুল সোনা স্বর্ণ
দেড়ী দেড়গুণ জোড় যুগল
দেরি বিলম্ব জোর বল, শক্তি, সামর্থ্য
পাড়ি পারাপার    
পারি সমর্থ বা সক্ষম হই

এখানে কিছু সমোচ্চারিত শব্দ ও তাদের অর্থ উল্লেখসহ বাক্য রচনা করে দেখানো হলো-

অন্য (অপর) :তাকে অন্য দিন আসতে বলেছি
অন্ন (ভাত) আমরা অন্ন ছাড়া জীবন ধারণ করতে পারি না।
অশ্ব (ঘোড়া) :অশ্ব একটি দ্রুতগামী প্রাণী।
অশ্ব (পাথর) :অশ্ম নিক্ষেপে সর্পটির মস্তক চূর্ণ হইল।
অনু (পশ্চাৎ) :মিথ্যাবাদীর অনুগমন করা উচিত নয়।
অণু (ক্ষুদ্রতম) :এ বিশাল পৃথিবী অণুপরমাণুর সৃষ্টি।
অপচয় (নষ্ট) :কোনো কিছুই অপচয় করা ভালো নয়।
অবচয় (সংগ্রহ) :এ অংশটি কবি সুফিয়া কামালের কবিতা থেকে অবচয়িত হয়েছে।
অবদান (কীর্তি) :রেডিও আবিষ্কারে বৈজ্ঞানিক জগদীশচন্দ্রের অবদান রয়েছে।
অবধান (মনোযোগ):গুরুজনের উপদেশ অবধান সহকারে শোনা উচিত।
অবিরাম (অনবরত):দুদিন ধরে অবিরাম বৃষ্টি।
অভিরাম (সুন্দর) :বাংলাদেশের মতো এমন নয়নাভিরাম দৃশ্য আর কোথাও দেখিনি।
অনিষ্ট (ক্ষতি) :পরের অনিষ্ট করতে গেলে নিজের অনিষ্ট হয়।
অনিষ্ঠ (নিষ্ঠাহীন) :অনিষ্ঠ ছাত্র জীবনে উন্নতি করতে পারে না।
আপন (নিজ) : সবারই আপন কাজে মন দেওয়া উচিত।
আপণ (দোকান) :শহরে বহর আলির একটি আপণ আছে।
আবাস (বাসস্থান) :লোকটির আবাস অনেক দূরে।
আভাস (ইঙ্গিত) :খেলা দেখার জন্য স্কুল বন্ধ থাকতে পারে বলে রফিক স্যার আভাস দিয়েছেন।
আসার (জলকণা) :আষাঢ়ে মেঘ থেকে আসার নামে।
আষাঢ় (মাস বিশেষ):আষাঢ়শ্রাবণ বর্ষাকাল।
আশা (আকাঙ্ক্ষা) : বেশি আশা করেই ভুল করেছি।
আসা (আগমন) : বাবার আজ স্কুলে আসার কথা।
আবরণ (আচ্ছাদন) :এ আবরণের ভেতরে রহস্য আছে।
আভরণ (অলংকার):মেয়েরা আভরণ পছন্দ করে।
উপাদান (উপকরণ) :বাবা আচারের সব উপাদান এনেছেন।
উপাধান (বালিশ) :উপাধান ছাড়া শোয়া যায় না।
উদ্যত (প্রস্তুত) : লোকটি চলে যেতে উদ্যত হয়েছিল।
উদ্ধত (অবিনীত) :কখনোই উদ্ধত আচরণ করতে নেই।
কমল (পদ্মফুল) :আমাদের দিঘিতে রক্তকমল ফুটেছে।
কোমল (নরম) :শিশুটির হাতখানা খুবই কোমল।
কুল (বংশ) :তিনি উচ্চ কুলে জন্মেছিলেন।
কুল (বরই) :এ গাছের কুল খেতে মজা।