Accessibility Tools

বইয়ের নাম - লেখক
মহুয়ার গান – কাজী নজরুল ইসলাম
মহুয়ার গান – কাজী নজরুল ইসলাম
0/1
মহুয়ার গান – কাজী নজরুল ইসলাম

কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো

(বেদে ও বেদেনিদের গান)

কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো।
খোঁপা খুলে কেশ হল বাউল লো॥

পথে কে বাজাল মোহন-বাঁশি
(তোর) ঘরে ফিরে যেতে হল ভুল লো।
কে নিল কেড়ে তোর পৈঁচি চুড়ি
  বৈঁচি মালায় ছি ছি খোয়ালি কুল লো॥

ও সে বুনো পাগল পথে বাজায় মাদল।
পায়ে ঝড়ের নাচন শিরে চাঁচর চুল লো॥

দিল নাকেতে নাকছাবি বাবলা ফুলি 
কাঁচের চুড়ি আর ঝুমকোফুল দুল লো,
নিয়ে লাজদুকূল দিল ঘাগরি সে
আমার গাগরি ভাসাল জলে বাতুল লো॥