Accessibility Tools

বইয়ের নাম - লেখক
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
0/80
রুদ্রসমগ্র – রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

ঢোলক বাজাও দোতারা বাজাও

ঢোলক বাজাও দোতারা বাজাও

ঢোলক বাজাও দোতারা বাজাও
সুর মিলছে না,
অন্তর বাজাও নইলে তাল মিলবে না।

ঠুনকো স্বভাব ছাড়ো,
আবার জোড়ায় জোড়ায় মেলো।
বাঁচার মতো বাঁচতে হবে
নইলে গাছে ঝোলো।
এবার জবাব ওদের দিতে হবে
মানুষবেশী কুত্তারা।

এই হাতে রাখো হাত,
আমরা করছি যে শপথ।
রাজাকার তাড়ায়ে পাইছি
স্বাধীনতার পথ।
এবার খেলবো খেলা মরন খেলা
কালো হাত আর রাখবো না।

সুর; রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ