Accessibility Tools
১৪.০৮.৮৬
নাসরিন
এদিকে সমস্যা প্রকট। পাওনা টাকা আদায় করতে ঝামেলা হচ্ছে। ঢাকা ২৫.০৮ তারিখের আগে আসতে পারছি না। ১৮০০/= টাকা পাঠালাম। বাসায় খরচের জন্যে ১,০০০ আর বাকিটা তোমার খরচের।
ভালো আছি। ভালো থেকো
রুদ্র